জীবননগর ব্যুরো: জীবননগর পৌর এলাকার লক্ষ্মীপুর গ্রামের পল্লি চিকিৎসক আয়ুব আলী খন্দকার ইন্তেকাল করেছেন (ইন্না….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবননগর প্রেসক্লাবের সাবেক সভাপতি কালাম সিদ্দিকী বাবুর শ্বশুর আয়ুব আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ শুক্রবার ১১টায় দাফন কাজ সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি স্ত্রী, ৮ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে জীবননগর প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে সভাপতি আনোয়ারুল কবির ও সাধারণ সম্পাদক এমআর বাবু গভীর শোকপ্রকাশ করেছেন। সাংবাদিক নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশসহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।