স্টাফ রিপোর্টার: পিতা শেখ নাসিরের মৃত্যুর খবরে মেয়ে শারমীন আক্তার শিমা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গা সাদেক আলী মল্লিকপাড়ার মৃত আরশেদ শেখের বড় ছেলে শেখ নাসির উদ্দীন গতরাত ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না……….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জেটস ডেভেলপমেন্টের এমডি জাহাঙ্গীর আলমের বড় ভাই। আজ শুক্রবার বাদজুমা নামাজে জানাজা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে। পরিবারের সদস্যরা বলেছেন, গত সোমবারে শেখ নাসির হৃদরোগে আক্রান্ত হন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতরাতে তিনি মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর খবরে মেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। মৃত্যুকালে শেখ নাসির ৪ মেয়ে ও এক ছেলে ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।