মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত প্রেসব্রিফিঙে বাংলাদেশের ৱ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে। গত বুধবারের ব্রিফিঙে একজন সাংবাদিক ৱ্যাবের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে বলেন, ৱ্যাব ও অন্যরা এখন প্রকাশ্যেই বলছে যে তারা নির্যাতনবিরোধী আইন বাতিল চান। এ ব্যাপারে শান্তিরক্ষা বিভাগের অবস্থান জানতে চান ওই সাংবাদিক। জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক বলেন, তিনি এ ধরনের কোনো প্রতিবেদন দেখেননি। তিনি মনে করেন, জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের অবস্থান অবশ্যই নির্যাতনের বিরূদ্ধে। রাষ্ট্র ও সরকারগুলো নির্যাতনবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখবেন এটিই তিনি আশা করেন। এর চেয়ে বেশি কোনো তথ্য জাতিসংঘ শান্তিরক্ষা বিভাগ থেকে পেলে মুখপাত্র তা সাংবাদিকদের জানানোর আশ্বাস দেন।