চুয়াডাঙ্গার বিশিষ্ট ভূষিমাল ব্যবসায়ী কলিম মিয়ার ইন্তেকাল : আজ দাফন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বিশিষ্ট ভুষিমাল ব্যবসায়ী কলিম উদ্দীন আহম্মেদ ওরফে কলিম মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজেউন)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর। আজ শুক্রবার বাদজুমা নামাজে জানাজা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

চুয়াডাঙ্গা পোস্টঅফিসপাড়া ইমার্জেন্সি সড়ক এলাকার মৃত সিফাত আলী বিশ্বাসের ছেলে কালিম উদ্দীন আহম্মেদ কেদারগঞ্জ এলাকার মুকুল ওয়েল মিলের স্বত্ত্বাধিকারী ছিলেন। ভূষিমালেরও ব্যবসা করতেন তিনি। পরিবারের সদস্যরা বলেছেন, বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ। তাকে ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হলে পরশু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। গতকাল সন্ধ্যায় নেয়া হয় নিজ বাড়ি। বাড়ি নেয়ার কিছুক্ষণের মাথায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৫ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামানায় সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে। কলিম উদ্দীন আহম্মেদ চুয়াডাঙ্গা রাইফেলস ক্লাবের সাবেক সহসভাপতি। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।