গাংনী প্রতিনিধি: অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো রাইচ মিল ও প্রায় ৪শ বস্তা রাইস পালিশ। গতরাত সাড়ে এগারটার দিকে মেহেরপুর গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারের আলমাস উদ্দীনের রাইস মিলে ওই ঘটনা ঘটে। আগুনে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, আলমাস উদ্দীনের রাইচ মিলে রাত সাড়ে এগারটার দিকে আগুনের সূত্রপাত। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে রাইস মিল ঘর ও গোডাউনে। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায় ফায়ার সার্ভিস। ততোক্ষণে আগুনে পুড়ে যায় রাইচ মিল ও গোডাউন ঘর, রাইচ মিলের যন্ত্রপাতি ও প্রায় মাছের খবার তৈরির প্রায় ৪শ বস্তা রাইস পালিশ। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউজ ইন্সেপেক্টর সেলিম রেজা। ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলেও জানান তিনি। গতরাত একটার দিকে এ সংবাদ লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসকর্মীরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করছিলেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।