গাংনীতে সড়ক দুর্ঘটনায় পা হারালো অসহায় শিশু

গাংনী প্রতিনিধি: মা মারা যাওয়ার পর রিয়া খাতুন (৭) আশা করেছিলো লেখাপড়া শিখে একদিন মানুষের মতো মানুষ হবে, পরিবারের দুঃখ ঘোচাবে। কিন্তু না সে আশার কফিনে শেষ পেরেক পুঁতেছে শ্যালোইঞ্জিনচালিত অবৈধযান আলগামন। বিদ্যালয় থেকে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রিয়ার একটি পা কেটে ফেলতে হয়েছে। চিকিৎসাধীন রয়েছে মেহেরপুর গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রিয়া খাতুন গাংনী উপজেলার ধলা গ্রামের দিন মজুর শাহারুল ইসলামের মেয়ে।

আহত রিয়া খাতুনের নানি আলমডাঙ্গা উপজেলার হাঁপানিয়া গ্রামের জোবাইদা খাতুন জানান, বছর তিনেক আগে রিয়ার মা মারা যাওয়ার পর বাবা অন্যত্র বিয়ে করে। সৎ মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রিয়া চলে আসে নানিবাড়ি। ভর্তি হয় গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। নানা-নানির পাশাপাশি রিয়া আশা করেছিলো একদিন বড় হয়ে মানুষের মতো মানুষ হবে। পরিবারের দুঃখ ঘোচাবে। কিন্তু তার আশার পথের কাঁটা হয়ে দাঁড়ালো অবৈধ যানবাহন আলগামন। দিন পনের আগে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘনায় মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন রিয়াকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার বাম পা কেটে ফেলতে হয়। নয় দিন আগে সেখান থেকে চলে এসে ভর্তি হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

তিনি আরো জানান, অসহায় রিয়ার চিকিৎসার খরচ বহন করার মতো সামর্থ্য নেই তাদের। তার বাবাও কোনো খোঁজখবর নেন না। তিনি বিত্তবানদের সহায়তা কামনা করেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আলাউদ্দীন জানান, রিয়ার উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার দরকার। এখানে সরকারিভাবে যতোটুকু দরকার তা করা হচ্ছে।