কার্পাসডাঙ্গার মিশনপাড়ায় বহিরাগত যুবতী ধর্ষণের অপচেষ্টা

পালিয়ে রক্ষা পাওয়া যুবতীর ওড়নায় আগুন ধরিয়ে উল্লাস!

 

স্টাফ রিপোর্টার: গরিব পরিবারের এক যুবতীকে ফুঁসলিয়ে ধর্ষণের অপচেষ্টা চালিয়েছে দামুড়হুদা কার্পাসডাঙ্গার মিশন পল্লির ৫ ব্যক্তি। প্রাণভয়ে যুবতী ওড়না ফেলে পালিয়ে রক্ষা পেয়েছে। আর ওই ওড়নায় আগুন জ্বালিয়ে উল্লাস করেছে ধর্ষণ অপচেষ্টা চালানো যুবক দল। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

এলাকাবাসী বলেছে, কার্পাসডাঙ্গা মিশন পল্লির একটি বাড়িতে বহিরাগত এক যুবতীকে রাখা হয়। সেখানে বুধবার রাত ১০টার দিকে ধর্ষণের অপচেষ্টা চালানো হয়। যুবতীর সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে যুবতী ওড়না ফেলে লোকালয়ে পৌছায়। এরপর ওড়নাটিতে আগুন ধরিয়ে উল্লাস করা হয়। এ উল্লাস দেখেও কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়দের অনেকেই অভিযোগ করে বলেছে, বকুল গজাড়ির (৪৫), জীবন মণ্ডল (২৫), সেন্টু মণ্ডল (৪০), টিঙ্কু মল্লিক (৩৬) ও মুংলা (৪০) যা শুরু করেছে তা ভাষায় বর্ণনা করাও কঠিন। দেখবে কে? ওদের বিরুদ্ধে কেউ মুখ খোলারই তো সাহস পায় না।