দামুড়হুদার নতিপোতায়-২ ও নাটুদাহে ১ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
দামুড়হুদা/নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদার নতিপোতা ও নাটুদাহ ইউপি নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জন প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল বুধবার ছিলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। গতকাল দুপুরে নতিপোতা ইউনিয়নে চেয়ারম্যান পদে ভগিরথপুরের আব্দুর রহমানের ছেলে আ.লীগ নেতা আবু তালেব ও কালিয়াবকরি গ্রামের মৃত আত্তাপ আলীর ছেলে আ.লীগ নেতা জুলফিকার আলী ভুট্টো তাদের নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এছাড়া এ ইউনিয়নে সংরক্ষিত-২ নং ওয়ার্ডে মহিলা সদস্য পদে নতিপোতার হাফিজুলের স্ত্রী মাহিনা খাতুন, ১ নং পুরুষ সাধারণ ওয়ার্ডের ছুটিপুরের মৃত আজমত আলীর ছেলে হান্নান আলী, ৪ নং সাধারণ ওয়ার্ডের নতিপোতা গ্রামের আ. মজিদ মল্লিকের ছেলে খলিলুর রহমান ও ৯ নং সাধারণ ওয়ার্ডের হোগলডাঙ্গা (দক্ষিণপাড়ার) মোজাম্মেল হকের ছেলে সামসুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
অপরদিকে নবগঠিত নাটুদাহ ইউনিয়নে চেয়ারম্যান পদে চন্দ্রবাস গ্রামের মৃত মোজাম বিশ্বাসের ছেলে নাটুদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া এ ইউনিয়নে ২ নং সাধারণ ওয়ার্ডের জগন্নাথপুরের মৃত মোলাম শেখের ছেলে ইন্নাল শেখ, ৬ নং সাধারণ ওয়ার্ডের চন্দ্রবাস (উত্তরপাড়ার) মৃত রমজান আলীর ছেলে মজিবর রহমান ও ছাতিয়ানতলা গ্রামের জেহের আলীর ছেলে জেবের আলী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। নতিপোতা ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৬ জনের মধ্যে বর্তমানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন নতিপোতা গ্রামের মৃত হুরমত আলীর ছেলে দামুড়হুদা উপজেলা আওযামী লীগের যুগ্মসম্পাদক আজিজুল হক আজিজ, একই গ্রামের মৃত হেকমত আলীর ছেলে বিএনপি নেতা কামরুজ্জামান টুনু, হোগলডাঙ্গা গ্রামের মৃত ইসরাইল হোসেনের ছেলে আ.লীগ নেতা রবিউল হাসান ও একই গ্রামের মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এই ৪ জন।
অপরদিকে নাটুদাহ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১০ জনের মধ্যে বর্তমানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- উপজেলার চারুলিয়া গ্রামের মৃত সুন্নত আলীর ছেলে শফিকুল ইসলাম, একই গ্রামের মৃত রেজাউল হকের ছেলে আলিম উদ্দিন, মৃত মোজাফফর হোসেনের ছেলে আমিনুল ইসলাম, জগন্নাথপুর গ্রামের মৃত হামিদুল্লাহ তরফদারের ছেলে আ.লীগ নেতা ইয়াছনবী, একই গ্রামের রমজান আলী ছেলে আ.লীগ নেতা আব্দুল মালেক, চন্দ্রবাস গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে আ.লীগ নেতা আব্দুল হালি, একই গ্রামের মৃত খোদা বকসের ছেলে বিএনপি নেতা ফজলুল হক, মৃত গোলাম হোসেনের ছেলে জামায়াত নেতা আব্দুল খালেক ও দুলালনগর গ্রামের মৃত সৈয়দ রহমানের ছেলে মাসুম আলী এই ৯ জন। আজ বৃহস্পতিবার নির্বচনে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার আবু দাউদ।