মেহেরপুর অফিস: মেহেরপুরে গত মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ১৫ কর্মী-সমর্থককে আটক করেছে মেহেরপুর পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে অভিযান চালানো হয়। অভিযানে সদর থানা পুলিশ ৫ জন, গাংনী থানা পুলিশ ৬ জন ও মুজিবনগর থানা পুলিশ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা সকলেই বিএনপির কর্মী-সমর্থক। ১৫১ ধারায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার রাতে মুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের বারেক বিশ্বাসের ছেলে ময়নউদ্দীন (২৮), মহিউদ্দীন (২৪) ও ছহিউদ্দীনকে (১৮) আটক করে। নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে বলে জানান, মুজিবনগর থানার এসআই মফিদুর রহমান। তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।