মেহেরপুরের গাংনীতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

গাংনী প্রতিনিধি: মাদক সেবনের দায়ে ৩ মাদকসেবীর প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন নিজ দপ্তরে এ দণ্ড প্রদান করেন। দণ্ডিতদেরকে গতকালই মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। দণ্ডিতরা হচ্ছে- গাংনীর শিশির পাড়ার হান্নানের ছেলে গোলাম কিবরিয়া রুমন (২২), চৌগাছার জামিল হোসেনের ছেলে আজিজুল (২১) ও গাংনী বাজার পাড়ার এমদাদুল হকের ছেলে কেরু (২৫)।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, দণ্ডিতরা গত মঙ্গলবার রাত ৯টার দিকে সন্ধানী স্কুলের পেছনে একটি নির্মাণাধীন ভবনে বসে মাদক সেবন করছিলো। এ সময় গাংনী থানা পুলিশের এএসআই আমিনুল ইসলাম তাদেরকে দু পুরিয়া গাঁজা ও গাজা সেবনের সরঞ্জামাদিসহ আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০’র ১৯/১/৭(ক) ধারায় প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড দেয়া হয়।