মেহেরপুরের গাংনীতে কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেলা প্রাঙ্গণে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে মেলার সমাপনী ঘোষণা করেন উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলাম। মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গাংনী উপজেলা কৃষি অফিস আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপসহকারী কৃষি অফিসার সাহাব উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুর রহমান ও উপসহকারী কৃষি অফিসার আশরাফুজ্জামান। উপসহকারী কৃষি অফিসার আমজাদ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুস সুবহান ও কৃষক শহিদুল ইসলাম। মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টল, ফল, ফসল ও বৃক্ষ মালিকদের মধ্য থেকে বিজয়ীদের হাতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলাম।