কাঞ্চন কুমার: কুষ্টিয়ার মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর-ই-আলম মোর্শেদার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিদ্যালয়ের হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত প্রধান শিক্ষক নূর-ই-আলম মোর্শেদা। এ সময় তিনি বলেন চাকরি জীবনে যতোপ্রতিষ্ঠানে আমি চাকুরি করেছি তার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হলো মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানের কথা আমি কখনো ভুলতে পারবো না। এখানকার উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক-শিক্ষিকা খুবই আন্তরিক। তিনি ছাত্রীদের পড়াশোনার প্রতি আরো যত্নবান হওয়ার পরামর্শ প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারী শিক্ষক ফজলুল হক, সহকারী শিক্ষক ফারজানা জামান, বিলাল হোসেন, সাবিনা ইয়াছমিন, শফিউল ইসলাম, জয়শ্রী পাল, কামরুজ্জামান, সেলিনা আক্তার, মেরিনা আক্তার প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ও ছাত্রীরা বিদায়ী সংবর্ধিত প্রধান শিক্ষক নূর-ই-আলম মোর্শেদা হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এ সময় বিদ্যালয়ের সকল শ্রেণির ছাত্রীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধান শিক্ষক নূর-ই-আলম মোর্শেদা চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে বদলি হয়েছেন।