স্টাফ রিপোর্টার: মালেকা বানুকে অবশেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিট না মিললেও বারান্দায় রেখেই চিকিৎসার বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল বুধবার সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারসহ কয়েকজনকে সাথে নিয়ে সরেজমিন দেখতে যান। এ সময় তিনি মালেকা বানুকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার নির্দেশ দেন। অপরদিকে হাসপাতাল সমাজসেবাও সহযোগিতার হাত বাড়িয়েছে।
মালেকা বানু সপ্তাখানেক ধরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ট্রলি সিঁড়ির মধ্যে পড়ে ছিলো। যন্ত্রণায় কাতর বৃদ্ধার আকুতি শুনে কেউ কেউ এগিয়ে গেলেও চিকিৎসাবঞ্চিত ছিলেন তিনি। গতকাল দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সিভিল সার্জনসহ হাসপাতালের বেশ কয়েকজন কনসালটেন্ট চিকিৎসকেরও দৃষ্টি পড়ে বৃদ্ধা মালেকা বানু ওপর। বিশেষজ্ঞ চিকিৎসকদের কয়েকজন ব্যক্তিগতভাবে কিছু আর্থিক সহযোগিতাও করেন। এখন থেকে চিকিৎসা দেয়ার পাশাপাশি বাড়তি খোঁজখবর রাখারও প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
সিভিল সার্জন বলেন, মালেকা বানুকে চিকিৎসা দিয়ে সুস্থ করে সমাজসেবার মাধ্যমে তাকে তার আপন ঠিকানায় ফেরানো হবে।