বাল্যবিয়ে : কনের নানা ও বরকে জরিমানা

দামুড়হুদার কুড়ুলগাছি গ্রামে বিয়ের আসরে হাজির ভ্রাম্যমাণ আদালত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বাল্যবিয়ের অপরাধে বর কাওছার আলীকে (২০) এক হাজার এবং কনের নানা সাকের আলীকে (৬০) এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি মাঠপাড়ার সাইফদ্দিনের মেয়ে কুড়লগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সার্জিনা খাতুনের (১৪) সাথে একই উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের আশরাফ আলীর ছেলে কাওছারের মাসখানেক আগে গোপন বাল্যবিয়ে হয়। গতকাল বুধবার ছিলো ওই বাল্যবিয়ের খানাপিনার আয়োজন। দুপুর ২টার দিকে প্রায় ৪০ জন বরযাত্রীসহ বর আসে কনের পিতার বাড়িতে। খোঁজ পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পালকে ওই বিয়ে বাড়িতে পাঠান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিয়ে বাড়িতে পৌছানোর সাথে সাথে কনের পিতা-মাতা সটকে পড়ে। এ সময় বর কাওছার ও কনের বৃদ্ধ নানা সাকিরকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার বাল্যবিয়ে নিরোধ আইন ১৯২৯’র ৫ ধারায় বর ও কনের নানাকে এক হাজার টাকা করে মোট দু হাজার টাকা জরিমানার আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিএ ফয়জুল ইসলাম।