নবনির্বাচিত সভাপতিকে ঠিকাদারদের ফুল দিয়ে শুভেচ্ছা

চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ আগামীকাল

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি আলী রেজা সজলকে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষে ফুল দিয়ে অভিনন্দন জানানো অব্যাহত রয়েছে। গতকাল বুধবার তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঠিকাদাররা।
চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ আগামীকাল শুক্রবার। সমিতির প্রধান কার্যালয়ে আগামীকাল শুক্রবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানের প্রথম অধিবেশেন সভাপতিত্ব করবেন ও শপথ পাঠ করাবেন সংগঠনের নির্বাচন কমিশনার হাজি মো. আশরাফ আলী বিশ্বাস। দ্বিতীয় অধিবেশেনর সভাপতিত্ব করবেন নবনির্বাচিত সভাপতি আলী রেজা সজল। পরিচালনা করবেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দীন। অপরদিকে নবনির্বাচিত সভাপতিকে গতকাল ঠিকাদারদের পক্ষে ফুল দিয়ে অভিনন্দন জানান ঠিকাদার বাদল, পিন্টু, ওয়ায়েচকুরুনী টিটো, টুইচসহ বেশ কয়েকজন ঠিকাদার। এ সময় নবনির্বাচিত সভাপতি তার দায়িত্ব পালনকালে সর্বস্তরের সহযোগিতা কামনা করে বলেন, সংগঠনের সদস্যদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সংগঠনকে গতিশীল করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।