ঢাকার আশুলিয়ায় সড়কে প্রাণ গেলো ৬ জনের

স্টাফ রিপোর্টার: আশুলিয়ায় তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় তিন ব্যবসায়ীসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১১জন। মঙ্গলবার রাত সাড়ে আটটা থেকে বুধবার সকালের মধ্যে এ দুর্ঘটনা তিনটি ঘটে। আশুলিয়ার আব্দুল্লাপুর-বাইপাইল সড়কের টঙ্গাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বুধবার সকালে দুর্ঘটনায় নিহতরা হলেন- টাঙ্গাইলের রফিকুল ইসলাম হিরা, জামালপুর সরিষাবাড়ির মোহাম্মাদ আক্কাস ও অজ্ঞাতপরিচয় পরিচয় এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি গরুভর্তি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই গরু ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ব্যবসায়ীর মৃত্যু হয়। অপরদিকে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় এক সাইকেলআরোহীকে পেছন থেকে ট্রাকচাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।