স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু গুরুতর অসুস্থ। তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, ঢাকায় অবস্থানকালে গতকাল বুধবার রাত ১১টা দিকে তিনি স্ট্রোকে আক্রান্ত হলে তাকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। তার আশু রোগমুক্তি কামনা করে জেলাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও অ্যাডভোকেট শামশুজ্জোহা এবং ত্রাণবিষয়ক সম্পাদক খুস্তার জামিল।