এসিএল টি-টোয়েন্টি ক্রিকেটে মুন্সিগঞ্জ সংহতি সংঘ জয়ী

 

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে অনুষ্ঠিত এসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে মুন্সিগঞ্জ সংহতি সংঘ ৮ উইকেটে আমঝুপি পাবলিক ক্লাবকে পরাজিত করে। গতকাল বুধবার দুপুরে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের খেলামাঠে অনুষ্ঠিত খেলায় টস জিতে আমঝুপি পাবলিক ক্লাব ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে শিমুল ৬৫ রান করে। মুন্সিগঞ্জ সংহতি সংঘের কাজী সুমন ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট দখল করে। ১৬৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে মুন্সিগঞ্জ সংহতি সংঘ ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৯ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। মুন্সিগঞ্জ সংহতি সংঘের পক্ষে সবুজ অপরাজিত ১০১ রান করেন। আমঝুপি পাবরিক ক্লাবের পক্ষে বাবু ৩ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট সংগ্রহ করে। বিজয়ী দলের সুবুজ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়।