আশাবুল হক আশা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট রাফছানা-১ চ্যাম্পিয়ন

 

ভালাইপুর প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশাবুল হক আশা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনালে রাফছানা-১ চ্যাম্পিয়ন। আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের চিৎলা মোড়ে আশাবুল হক আশা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে চুয়াডাঙ্গা রাফছানা-১ এর রাকিব নিশান ও নিউ নন্দন ক্লাবের রিগান রাসেল অংশগ্রহণ করে রাফছানা-১ চ্যাম্পিয়ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠান থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চিৎলা ইউনিয়ন যুবলীগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবীর, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রশীদ মাসুম, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিহাজ উদ্দিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হোসেন জোয়ার্দ্দার অনিক, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক হাসান তানিম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহাসিন রেজা, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন দিপু, জেলা যুবলীগ নেতা তোহিদুল হক ফকা, আবু তাহের, দাউদ পরামানিক। সার্বিক সহযোগিতায় ছিলেন চিৎলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল হক ঝন্টু। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাফেউদ্দিন।