আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ৫টি ক্লিনিক পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম। এ সময় তিনি শেফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনার প্রশংসা করলেও অন্যগুলোর সেবার মান আরও উন্নত করতে ক্লিনিক মালিকদের বেশ কিছু নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন।
গতকাল বুধবার দুপুরে তিনি আলমডাঙ্গার নতুন বাসস্ট্যান্ডে অবস্থিত নূর মোহাম্মদ মেমোরিয়াল প্রাইভেট হাসপাতাল পরিদর্শন করেন। এরপর পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত কনা নার্সিং হোম, আলমডাঙ্গা ডিগ্রি কলেজের সামনে অবস্থিত নিউ লাইফ সার্জিক্যাল ক্লিনিক, আলমডাঙ্গা কলেজপাড়ায় অবস্থিত আলমডাঙ্গা ক্লিনিক ও শেফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনের সময় সিভিল সার্জন শেফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সেবার মান সন্তুষ্টি প্রকাশ করেন এবং ক্লিনিকের সুষ্ঠু ব্যবস্থাপনার প্রশংসা করেন। সিভিল সার্জনের সাথে ছিলেন- সার্জারি কনসালটেন্ট ডা. নূরুদ্দীন রুমি, প্যাথলজিস্ট ডা. আবুল হোসেন, ডা. গোলাম মোস্তফা, ডা. সিরাজ উদ্দীন, ডা. হাজেরা খাতুন, ডা. শামসুর রহমান প্রমুখ।