অনন্য ইতিহাস গড়লেন সাঙ্গাকারা

মাথাভাঙ্গা মনিটর: ওয়ানডে ক্রিকেট ইতিহাসে টানা চার ম্যাচে চারটি সেঞ্চুরি করে অনন্য এক রেকর্ড গড়লেন কুমার সাঙ্গাকারা। ইংল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পর গতকাল বুধবার স্কটল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার অভিজ্ঞ এ ব্যাটসম্যান শতক করলেন। এটি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ঘটনা। এছাড়াও বিশ্বকাপের এ ম্যাচে আরো এক রেকর্ডের অধিকারী হলেন তিনি। উইকেটকিপার হিসেবে তিনি বিশ্বকাপ আসরে ৩৬ ম্যাচে সর্বাধিক ৫৪টি ক্যাচ ধরেন। এর আগে এ রেকর্ডটি ছিলো অস্ট্রেলিয়ার গিলক্রিস্টের। তিনি ৩১ ম্যাচে ৫২টি ক্যাচ ধরেন। স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ বলে ১২৪ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০৫, ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১১৭ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৪ রান করেছিলেন তিনি। ওয়ানডেতে সাঙ্গাকারার এটি ২৫তম শতক, আর বিশ্বকাপে এটা তার পঞ্চম শতক। এর চারটিই এলো এ বিশ্বকাপে। ওয়ানডে ক্রিকেটে টানা তিনটি শতকের ঘটনা আছে ছয় বার। এরা হলেন- পাকিস্তানের জহির আব্বাস। ১৯৮২-৮৩ তে ভারতের বিপক্ষে এই কৃতিত্ব দেখান তিনি। সাইদ আনোয়ার ১৯৯৩ সালে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিনটি শতক করেন পাকিস্তানি এ ব্যাটসম্যান।
হার্শেল গিবস ২০০২ সালে একই কীর্তি গড়েন। দক্ষিণ আফ্রিকার এ ব্যাটসম্যান তিনটি শতক করেছিলেন কেনিয়া, ভারত ও বাংলাদেশের বিপক্ষে। এবি ডি ভিলিয়ার্স। ভারতের বিপক্ষে দুটি শতকের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতক করেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। ২০১৩ সালে দ. আফ্রিকার কুইন্টন ডি কক ভারতের বিপক্ষে এই কীর্তি গড়েন। ২০১৪ সালে নিউজিল্যান্ডের রস টেইলর টানা তিনটি শতক করেন।