মুক্তিযোদ্ধা সাস্কৃতিক সংসদের আলমডাঙ্গার পূর্ণাঙ্গ কমিটি গঠন

 

স্টাফ রিপোর্টার: মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের আলমডাঙ্গা উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে সামসাদ রানুকে চেয়ারম্যান ও মো. রনজু শেখকে মহাসচিব করে ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এ কমিটি ইতোমধ্যেই কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সেলিম আহম্মেদ।