স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে দেশের বাজারেও বিভিন্ন ধরনের সোনার দাম কমনোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সারাদেশে সোনার এ নতুন দর আজ বুধবার থেকে কার্যকর হবে। নতুন দর অনুযায়ী ভরিপ্রতি ১ হাজার ৪৯৩ টাকা পর্যন্ত কমবে। গতকাল মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনা-রুপার দাম কমার বিষয়টি জানিয়েছে জুয়েলার্স সমিতি। এতে বলা হয়, সমিতির সোনা ও রুপার দাম নির্ধারণ উপকমিটির সদস্যদের সম্মতিতে নতুন দর ঘোষণা করা হয়েছে। সর্বশেষ গত ২২ জানুয়ারি সোনার দাম বাড়িয়েছিলো বাজুস। জুয়েলার্স সমিতি জানায়, নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৪ হাজার ৫২১ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৪২১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩৫ হাজার ৭৭৩ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনা ২৪ হাজার ৮৬ টাকা ভরি। প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ১ হাজার ৪৯ টাকা।