বিশ্বকাপে ভারতের সেরা অধিনায়ক ধোনি

মাথাভাঙ্গা মনিটর: কপিল দেবকে পেছনে ফেলে বিশ্বকাপে ভারতের সেরা অধিনায়ক হয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপে এখন পর্যন্ত ধোনির নেতৃত্বে ১২ ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে ভারত। এর আগে কপিলের নেতৃত্বে ১১ ম্যাচ জয়ের স্বাদ পেয়েছিলো টিম ইন্ডিয়া। এছাড়া বিশ্বকাপে টানা ৯ ম্যাচ জিতে কপিলের সমান হলেন ধোনি।

২০১১ বিশ্বকাপে প্রথম ভারতকে নেতৃত্ব দেন ধোনি। ওই আসরেই ধোনির নেতৃত্বে শিরোপা জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া। ২০১৫ বিশ্বকাপেও ধোনির নেতৃত্বে দারুণ যাত্রা করেছে গতবারের চ্যাম্পিয়নরা। পুল পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে চলতি আসরে টানা ৫ ম্যাচ জিতে কোয়র্টার ফাইনালে নাম লিখিয়েছে ভারত। ফলে ২০১১ ও চলতি বিশ্বকাপ মিলিয়ে ধোনির নেতৃত্বে ১৪ ম্যাচে ১২ জয়ের স্বাদ পেলো টিম ইন্ডিয়া।

তাই জয়ের ক্ষেত্রে বিশ্বকাপে ধোনিই ভারতের সেরা অধিনায়ক বনে গেলেন। এর আগে ১৯৮৩ থেকে ১৯৮৭ পর্যন্ত কপিলের নেতৃত্বে ১৫ ম্যাচে ১১ জয়ের স্বাদ পেয়েছিলো ভারত। দলকে ১০ জয়ের স্বাদ দিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।