বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্র ইমরানের মৃত্যু

দামুড়হুদার চারুলিয়ায় প্রতিবেশীর বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে দুর্ঘটনা

 

দামুড়হুদা/নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদায় বিদ্যুতস্পৃষ্টে ইমরান (২২) নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চারুলিয়া গ্রামে প্রতিবেশী প্রবাসী মাসুদের বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতস্পৃষ্টে গুরুতর আহত হয়। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত কলেজছাত্র ইমরান চারুলিয়া গ্রামের জামাত আলীর ছেলে এবং মেহেরপুর সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্র।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের মৃত তাহের আলীর ছেলে প্রবাসী মাসুদের স্ত্রী মাছুরা খাতুন (২৬) তার বাড়িতে বৈদ্যুতিক কাজ করার জন্য ফুপাতো দেবর প্রতিবেশী আ.লীগ নেতা জামাত আলীর ছেলে ইমরান খানকে (২২) গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে ডেকে নিয়ে যান। ইমরান বাড়ির বৈদ্যুতিক মেন সুইচ বন্ধ না করে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত সে বিদ্যুতায়িত হয়। মাসুদের স্ত্রী মাছুরা খাতুন তাকে বাঁচাতে জোর চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় মাছুরার চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন ছুটে যায় এবং তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ নিজ বাড়িতে পৌঁছুলে ইমরানের মা আর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বাদ জোহর জানাজার নামাজ শেষে নিজ গ্রামের কবরস্থানে লাশের দাফন সম্পন্ন হয়। তিন ভাই ও দু বোনের মধ্যে ইমরান ছিলো সবার ছোট। ইমরান মেহেরপুর সরকারি কলেজের ২০১৫ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলো।