মাথাভাঙ্গা মনিটর: ৬০ মিলিয়ন পাউন্ডের বিশাল অঙ্কে চলতি মরসুমের শুরুতে রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি দেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ম্যানইউ জার্সিতে শুরুতে ডি মারিয়ার বল পায়ে নৈপুণ্যটা ছিলো উজ্জ্বলই। তবে এ মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেড দলের ভোগান্তির নাম ডি মারিয়া। অফ-ফর্মের এ আর্জেন্টাইন ফরোয়ার্ড সর্বশেষ ম্যাচে আজব আচরণে দেখলেন লালকার্ড আর ম্যাচ শেষে হার দেখলো তার দল ম্যানচেস্টার ইউনাইটেড। গত সোমবার ইংলিশ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে অপর জায়ান্ট দল আর্সেনালকে মোকাবেলা করছিলো রেড ডেভিলরা। এতে ওল্ড ট্র্যাফোর্ডের নিজ মাঠে গানারদের কাছে ২-১ গোলে হার নিয়ে আসর থেকে ছিটকে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলের সমতায়। ৬১ মিনিটে আর্সেনালের জয়সূটক গোলটি করেন ড্যানি ওয়েলব্যাক। ৭৫তম মিনিটে ডাইভ দেয়ার দায়ে হলুদ কার্ড দেখেন ডি মারিয়া। আর মেজাজ হারিয়ে ৫৪ সেকেন্ড পর ডি মারিয়া দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। ডি মারিয়া ম্যাচের রেফারি মাইকেল অলিভারের শার্ট চেপে ধরলে লালকার্ড দেখানো হয় তাকে। ম্যাচ শেষে ম্যানইউ কোচ লুই ভ্যান গাল বলেন, আমার মনে হয় সে (ডি মারিয়া) রেফারির গায়ে হাত দিয়েছিলো। এটা বিশ্বের যে কোনো দেশের ফুটবলেই শাস্তিযোগ্য অপরাধ। এতে ডি মারিয়ার অজুহাতের অবকাশ নেই।