স্টাফ রিপোর্টার: জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩ ঘোষণা করেছে সরকার। চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য ২৫টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩ প্রদানের ঘোষণা করেছে সরকার। এর মধ্যে দেশীয় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সংসদ সদস্য কবরী সারোয়ার। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে গাজী রাকায়েত পরিচালিত মৃত্তিকা মায়া সর্বোচ্চ ১৭টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪টি পুরস্কার পেয়েছে সাফি উদ্দিন সাফি পরিচালিত পূর্ণ দৈঘ্য প্রেমকাহিনী। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার মোট ১৭টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে মৃত্তিকা মায়া। এ চলচ্চিত্রের জন্য এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক নির্বাচিত হয়েছেন গাজী রাকায়েত। প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন তিতাস জিয়া (মৃত্তিকা মায়া) ও প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন মৌসুমী (দেবদাস) ও শর্মিমালা (মৃত্তিকা মায়া)। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে প্রতি বছর এ পুরস্কার দেয়া হয়।