স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কেদরগঞ্জ ফিরোজ রোডের আব্দুল মালককে (৪৫) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে সদর থানার এএসআই তকিবুর সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। পুলিশ বলেছে, মৃত সৈয়দ আলীর ছেলে আব্দুল মালেক একটি মাদক মামলায় দণ্ডিত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হতে পারে।