গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কৃষি ও প্রযুক্তি মেলার দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃষিভিত্তিক জারি গানের আসর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলাম। গান পরিবেশন করে দর্শকদের মন কাড়েন গাংনীর শিল্পীরা। গান পরিবেশন করেন শিল্পী তথাপি, জুলফিকার আলী কানন, সেলিম রেজা, সুমন আহম্মেদ, আব্দুল ওয়াহেদ, সানোয়ার হোসেন, মহাব্বত আলী, আব্দুল কাদেরসহ স্থানীয় শিল্পীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম। মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গাংনী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সোমবার থেকে শুরু হয় তিন দিনব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলা।