মাথাভাঙ্গা মনিটর: লিবিয়ার আল-ঘানি তেলখনি থেকে এক বাংলাদেশিসহ ৮ বিদেশিকে অপহরণ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গতকাল সোমবার দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। অপহৃত বাংলাদেশি মো. হেলাল উদ্দিনের বাড়ি জামালপুর জেলায়। তার পাসপোর্ট নম্বর বি-০১৫৬৫৫৩। জানা গেছে, গত শুক্রবার লিবিয়ার সিরত শহরের দক্ষিণে ওই তেলখনিতে হামলা চালায়। এ সময় তারা ১১ নিরাপত্তা কর্মীকে হত্যা ও আটজনকে অপহরণ করে নিয়ে যায়। যার মধ্যে একজন বাংলাদেশিও আছেন। অপহৃত বাংলাদেশিকে মুক্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।