মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড তরুণ লীগের সভাপতি খাদেমুল ইসলামকে আটকের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে মেহেরপুর সরকারি কলেজ মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে পৌর তরুণ লীগ।
জানা গেছে, মেহেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড তরুণ লীগের সভাপতি খাদেমুল ইসলাম একটি মামলার হাজিরা দিতে আদালতে গেলে আদালত প্রাঙ্গণ থেকে মেহেরপুর সদর থানা পুলিশ তাকে আটক করে। ঘটনার জের ধরে গতকাল সোমবার সন্ধ্যায় পৌর তরুণ লীগের সভাপতি নূর হোসেনের নেতৃত্বে তরুন লীগের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এ সময় তারা জেআর, আল্লাহর দান ও মদিনা নামের ৩টি গাড়ি ভাঙচুর করে। এ সময় কিছুক্ষণের জন্য মেহেরপুর-চুয়াডাঙ্গা ও মেহেরপুর-কুষ্টিয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থতি নিয়ন্ত্রণে নেয়।
মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জানান, এ ঘটনায় মদিনা পরিবহনের চালক আবু বক্কর মেহেরপুর সদর থানায় এজাহার দাখিল করেছেন বলে জানা গেছে।
মেহেরপুর সদর থানার ওসি আহসান হাবিব জানান, তরুণ লীগের সভাপতি খাদেমুল ইসলামের বিরুদ্ধে শহরের বিভিন্ন স্থানে ক্রাইমের অভিযোগ রয়েছে। টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করার বিষয়ে তিনি আরো বলেন, শহরের কিছু উচ্ছৃঙ্খল যুবক টায়ার জ্বালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলো। ওই এলাকা বর্তমানে শান্ত রয়েছে।