দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে গাঁজা ব্যবসায়ীর জেল

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় নজির (৪০) নামের এক গাঁজা ব্যবসায়ীর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল সোমবার বেলা ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার এসআই আফজাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সোমবার সকাল ৯টার দিকে অভিযান চালিয়ে দামুড়হুদা অডিটোরিয়মের পার্শ্ববর্তী এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ ওই গাঁজা ব্যবসায়ীকে আটক করেন। পরে বেলা ১২টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ওই গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০’র ১৯’র ৭ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত নজির উপজেলার ঈশ্বরচন্দ্রপুরের এরেং মণ্ডলের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তা করেন সিএ ফয়জুল ইসলাম।

Leave a comment