দেশ ও জাতির উন্নয়নই সরকারের মূল লক্ষ্য
দর্শনা অফিস: দর্শনা মেমনগর জামে মসজিদের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু। মেমনগর নির্মাণাধীন জামে মসজিদের উন্নয়নের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নির্মান উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে মাহফুজুর রহমান মঞ্জু বলেন, বর্তমান সরকার ধর্মীয় প্রতিষ্ঠানসহ সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের ধারা বইছে। ডিজিটাল সোনার বাংলা গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে অবিরাম। এ সময় উপস্থিত ছিলেন- মোজাহারুল ইসলাম, হাজি আবুল হোসেন, হাজি মুনসুর মণ্ডল, হাতেম মণ্ডল, আব্দুর রফিক কাবি, রফিকুল ইসলাম, উসমান আলী, শাহদত মণ্ডল, মসজিদের পেশ ইমাম হাফেজ সাইফুল ইসলাম প্রমুখ।