গাংনীর তেরাইলে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর তেরাইল গ্রামের মাছব্যবসায়ী আনিছুর রহমানের বাড়িতে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নগদ ৪০ হাজার টাকাসহ অন্তত ৩ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছে মেহেরপুর দমকল বাহিনী।

গৃহকর্তা আনিছুর রহমান জানান, তিনি ও তার পরিবারের লোকজন পার্শ্ববর্তী ষোলটাকা গ্রামে এক আত্মীয়র দাফন কাজে শরিক হন। হঠাত এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে যান। ঘরে রাখা তামাক বিক্রির ৪০ হাজার টাকাসহ বাড়ির সমস্ত মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেন।

আনিছুরের প্রতিবেশী নওশাদ জানান, হঠাত বসতঘরে আগুন দেখতে পেয়ে এগিয়ে যায় এলাকাবাসী ও মেহেরপুর দমকল বাহিনীকে খবর দেয়া হয়। এদিকে সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের এএসআই আমিনুল ও সঙ্গীয় ফোর্স স্থানীয় লোকজন নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ততোক্ষণে ঘরের সমস্ত মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। পরে মেহেরপুর দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ করে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন মেহেরপুর দমকলের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সেলিম রেজা।

Leave a comment