আলমডাঙ্গার ডাউকির শিক্ষক গোলাম মোস্তফা মুন্সির ইন্তেকাল

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম মোস্তফা মুন্সি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি প্রায় ৪ বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। ডাউকি গ্রামের মৃত মঙ্গল মুন্সির বড় ছেলে শিক্ষক গোলাম মোস্তফা মুন্সি ভারতের ঠাকুরপুকুর ক্যান্সার রিসার্চ ইন্সটিটিউটসহ ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। গত ৩-৪ মাস ধরে তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটে। এরই এক পর্যায়ে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাত ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল সোমবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দু ছেলে, ছাত্রছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষে বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন বল্টু সকলের নিকট দোয়া চেয়েছেন।

Leave a comment