মাথাভাঙ্গা মনিটর: ২০১৫ বিশ্বকাপে শেষ আটে ওঠার লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৬৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ছুড়ে দেয়া ৩৭৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৬.২ বলে ৯ উইকেট হারিয়ে ৩১২ রান করে লঙ্কানরা। দিনেশ চান্ডিমাল ৫২ রান করে আহত হন। পরে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। ফলে লঙ্কানদের ৯ উইকেটের পতনের পর খেলা শেষ হয়ে যায়। শ্রীলঙ্কার পক্ষে সাঙ্গাকারা সর্বোচ্চ ১০৪ রান করেন। এছাড়া দিলশান ৬২, ম্যাথিউজ ৩৫, মাহেলা ১৯ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে ফকনার ৩টি, জনসন ও স্টার্ক ২টি করে উইকেট লাভ করেন। এর আগে রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৭৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।
এদিন ব্যাট হাতে ঝড় তোলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তিনি মাত্র ৫১ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। আউট হওয়ার আগে তিনি ৫৩ বলে ১০২ রান করেন। এ রান করতে তিনি ১০টি চার ও ৪টি ছক্কা হাঁকান। এছাড়া ক্লার্ক ৬৮, স্মিথ ৭২ ও ওয়াটসন করেন ৬৭ রান। ব্রাড হাডিন মাত্র ৯ বলে ২৫ রানের ঝড়ো এক ইনিংস খেলেন। বল হাতে শ্রীলঙ্কার মালিঙ্গা ও পেরেরা ২টি করে উইকেট লাভ করেন। এ জয়ের ফলে শেষ আট নিশ্চিত হলো অস্ট্রেলিয়ার।