মেহেরপুরে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে গতকাল রোববার সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বিকেলে মেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। জেলা শিক্ষা অফিসার আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর প্রেসক্লাব সভাপতি রশিদ হাসান খান আলো। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা খানম, এনডিসি আমীনুল ইসলাম, সহকারী কমিশনার শুভ্রা দাস। বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন, শিক্ষার্থী ফারজানা ববি ও তহিদুল আলম।

Leave a comment