গাংনী প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গতকাল শনিবার বেলা সাড়ে এগারটার দিকে হানিফের ঢাকাস্থ কার্যালয়ে সাক্ষাতকালে জেলার সার্বিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন নেতৃবৃন্দ। এ সময় জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক এমএ খালেক ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আখতার বানু, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন ও গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে মেহেরপুর জেলার পরিবেশ নিয়ে সন্তোষ প্রাকাশ করেন হানিফ। নেতৃবৃন্দের সাথে আলোচনায় বিরোধী জোটের আন্দোলন মোকাবেলা ও সাংগঠনিক বিষয় নিয়ে রাজনৈতিক দিক নির্দেশনা দেন তিনি।
হানিফের সাথে মেহেরপুর জেলা আ.লীগ নেতৃবৃন্দের সাক্ষাত
