লোপাট হলো গাছের গুঁড়িটিও!

জীবননগর ব্যুরো/আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া-কুলতলা সড়কের ব্রিজের পাশের সেই আলোচিত গাছের গুঁড়িটিও শেষ পর্যন্ত লোপাট করা হলো। গতকাল শনিবার আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সুবিধাভোগী এক নেতা এ গাছ লোপাটের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ গাছ কাটা বন্ধ করে দেয়া হলেও শেষ পর্যন্ত গাছ খেকোদের জয় হওয়াতে এলাকাবাসীর মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া মিস্ত্রিপাড়া-কুলতলা সড়কের ব্রিজের কাজ চলছে। এ কাজের দোহাই দিয়ে আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সুবিধাভোগী এক নেতা মূল্যবান অশ্বথ গাছটি লোপাটের উদ্দেশ্যে কাটা শুরু করে। পরের দিন এ নিয়ে দৈনিক মাথাভাঙ্গায় প্রতিবেদন প্রকাশিত হলে উপজেলা প্রশাসনের টনক নড়ে। ইউএনও নুরুল হাফিজ পদক্ষেপ গ্রহণ করেন। তিনি এ গাছ কাটা বন্ধ করে দেন। কিন্তু এক সপ্তার মধ্যে গাছখেকো ওই নেতা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গতকাল কর্তিত গাছের গুঁড়িটিও কেটে নির্বিঘ্নে নিয়ে সটকে পড়ে বলে অভিযোগ উঠেছে।

Leave a comment