স্টাফ রিপোর্টার: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা ৭২ ঘণ্টার হরতালের কারণে রোববার ও মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষামন্ত্রণালয়। পরীক্ষার তারিখ পরে জানানো হবে। গতকাল শনিবার বিকেলে ২০ দলীয় জোটের ৭২ ঘণ্টার হরতাল ঘোষণার পর শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী এ কথা জানান। তিনি জানান, হরতালের কারণে রোববার ও মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীদেরকে তারিখ পরে জানানো হবে। প্রসঙ্গত, আগামীকাল রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ফের ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। গতকাল শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ ২০ দলীয় জোটের পক্ষে হরতালের এ কর্মসূচি ঘোষণা করেন।বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে শান্তিপূর্ণভাবে দেশব্যাপী ৭২ ঘণ্টার ঘোষিত হরতাল পালনের জন্য বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীসহ দেশবাসীকে আহ্বান জানানো হয়।