বিএনপি-জামায়াতকে অবশ্যই মানুষ পোড়ানোর রাজনীতি পরিহার করতে হবে

চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ বিভিন্ন স্থানে ঐতিহাসিক ৭ মার্চের কর্মসূচি পালিত : চুয়াডাঙ্গার জনসভায় হুইপ ছেলুন জোয়ার্দ্দার

 

স্টাফ রিপোটার: বিএনপি নেত্রী খালেদা জিয়া জনগণের জন্য বিভিন্ন মিডিয়ায় ভালো ভালো কথা বলেন। আবার সাধারণ জনগণকে পেট্রোলবোমা মেরে হত্যা করছেন। বিএনপি-জামায়াতকে অবশ্যই মানুষ পোড়ানোর রাজনীতি পরিহার করতে হবে। উপরোক্ত কথাগুলো বলেন, জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি গতকাল শনিবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ও দেশব্যাপি খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোটের নৈরাজ্য, বোমাবাজি ও পেট্রোলবোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখছিলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে বর্তমান সরকার তাদেরকে শায়েস্তা করার জন্যই আইনগত পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীণতা ও মুক্তিযোদ্ধাসহ প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব, দলের নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত ,হয়েছে। এজন্য আমাদের সামনের দিনে বিএনপি ও যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের দেশব্যাপি হরতাল, নৈরাজ্য, তাণ্ডব ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড, পেট্রোলবোমা নিক্ষেপ এবং ষড়যন্ত্র প্রতিরোধে রাজপথে আমাদেরকেই থাকতে হবে। জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাসের উপস্থাপনায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, সাধারণ সম্পাদক আশাবুল হক লন্টু, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মালিক, জেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হক, শ্রমিকলীগের সভাপতি আফজালুল হক, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহরাব হোসেন, যুব লীগের আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, আবু তাহের আবু, মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, জেলা ছাত্রলীগের সহসভাপতি রুবাইদ বিন আজাদ সুস্তি, সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান অনিক, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা আওয়ামী লীগের যুগ্মসাংগঠনিক সম্পাদক চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, হাবিবুর রহমান লাভলু, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিপি অ্যাড. শামশুজ্জোহা, ত্রাণবিষয়ক সম্পাদক খুস্তার জামিল, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কহিনুর বেগম, সাধারণ সম্পাদক মাহমুদা জামান পলিসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এর আগে ৭ মার্চ উপলক্ষে সকাল ৭টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। দলীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য ৱ্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে দামুড়হুদা চৌরাস্তার মোড়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ওই গণজমায়েত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণ-জমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, যুগ্মসম্পাদক আজিজুল হক আজিজ, দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা দীন মোহাম্মদ, সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজ। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অ্যাড. ইউনুচ আলী, আব্দুল জব্বার, লাল মোহাম্মদ, আব্দুল হালিম, আশরাফ আলী, আমজাদ হোসেন, নূর ইসলাম পাকি, শ্রমিকলীগ নেতা এম নুরুন্নবী, যুবলীগ নেতা জাহিদুল মেম্বার, মাসুদ মেম্বার, হাশেম মেম্বার, মহাসিন, জাহাঙ্গীর, মিন্টু, শফি, আশাদুল ইসলাম, ওসমান, পিন্টু, হায়দার আলী, আশরাফুল, ছাত্রলীগের আকরাম, সোহেল রানা, শেখ সোহেল প্রমুখ।

দেশব্যাপি বিএনপি-জামায়াত জোটের তাণ্ডব, অরাজগতা আর পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যার বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বিএনপি জামায়াতের হরতাল অবরোধ জনগণ মানছে না। তারপরও বেহায়ার মতো তারা লাগাতারভাবে হরতাল আর অবরোধের ঘোষণা দিয়ে যাচ্ছে আর সন্ত্রাসী কায়দায় রাতের আঁধারে গাড়িতে পেট্রোলবোমা মেরে নিরীহ সাধারণ জনগনকে পুড়িয়ে হত্যা করছে। বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ এদেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। দলের নাম ভাঙিয়ে যারা আকাম কুকাম করে দলের সুনাম নষ্ট করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা চুয়াডাঙ্গা-২ আসনের এমপির উদ্দেশে বলেন, আপনি যে আওয়ামী লীগের ভোটে এমপি হয়েছেন সেই আওয়ামী লীগেরই ক্ষতি করে চলেছেন। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আসন্ন নতিপোতা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থিত প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আজিজুল হক আজিজের নাম ঘোষণা করেছেন। অথচ আপনি হুইপের বিরুদ্ধে চরম ধৃষ্টতা দেখিয়ে নিজের খেয়াল খুশিমত অন্য এক প্রার্থীর নাম ঘোষণা করেছেন। হুইপের বিরুদ্ধের এ চরম ধৃষ্টতার মূল্য আপনাকে অবশ্যই দিতে হবে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিক। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে এদেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।

দর্শনা অফিস জানিয়েছে, বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের অগ্নিঝরা ভাষণ সম্প্রচারের মধ্যদিয়ে দর্শনায় পালিত হলো ঐতিহাসিক ৭ মার্চ। কর্মসূচির মধ্যে ছিলো, সকালে দর্শনা পৌর আ.লীগের কার্যলয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর ও দলীয় পতাকা উত্তোলন করেন দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম। পরপরই অনুষ্ঠিত হয়েছে আলোচনাসভা। সভায় আলোচনা করেন এমপি আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, আ.লীগ নেতা শফিকুল আলম, গোলাম ফারুক আরিফ, আলী মুনসুর বাবু, শ্রমিক নেতা হাফিজুল ইসলাম, মাসুদুর রহমান, মোস্তাফিজুর রহমান, ফিরোজ আহম্মেদ সবুজ, হাবা জোয়ার্দ্দার, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, আজিজুর রহমান বাবু, শেখ আসলাম আলী তোতা, সাজাহান মোল্লা, মামুন শাহ, অহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, ফয়সাল, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মেহেরপুরে আলোচনাসভা করেছে মহিলা আওয়ামী লীগ ও সরকারি কলেজ ছাত্রলীগ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা মহিলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামীম আরা হীরা। সভায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন বুলবুল, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের যগ্ম আহ্বায়ক অ্যাড. রুত সভা মণ্ডল, শহর মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রোকসানা কামাল রেনু, আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. কাজি শহিদুল হক, মেহেরপুর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন লতিফন নেছা লতা, তাসলিমা সাদেক, তকলিমা খাতুন প্রমুখ।

এদিকে দিনটি পালন উপলক্ষে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এক সমাবেশের আয়োজন করা হয়। কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খোদা রবেলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সদর থানা ছাত্র লীগের সভাপতি জুনায়েদ ইমতিয়াজ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ, শহর ছাত্র লীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ছাত্রলীগ নেতা তারিক, শাহীন প্রমুখ।

Leave a comment