স্টাফ রিপোর্টার: বগুড়ার বাঘোপাড়ায় ট্রাকচাপায় একই পরিবারের চারজনসহ ৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন ২৭ জন পথচারী। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শহরে রংপুর-ঢাকা মহাসড়কের বাঘোপাড়া এলাকায় রংপুরগামী রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ও রাস্তার পাশের কয়েকটি দোকান চাপা দিলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই পরিবারের আফরোজা আকতার (৩৫), তার ছেলে বিশাল (১০), আফরোজার মা শান্তা (৫৫), শান্তার ছেলে শামীম (২৮)। বাকিরা হলেন নয়া মিয়া, আহমেদ আলী। নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে তার স্বজনরা উদ্ধার করে নিয়ে গেছে। আহতদের বগড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।