দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের ধড়বিহিন মস্তক উদ্ধার হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি পশুহাট সংলগ্ন দোহা (পুকুর) থেকে দামুড়হুদা মডেল থানার এসআই আতিকুল ইসলাম ওই নবজাতকের ধড়বিহীন অবস্থায় মস্তকটি উদ্ধার করেন। বিকেলে উদ্ধারকৃত মস্তকটির সুরহাতালের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে পাঠানো হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে ডুগডুগির মাহাবুলের ১১ বছর বয়সী শিশু মেয়ে মোহনা দোহায় গোসল করতে গিয়ে উদ্ধারকৃত মস্তকটি কিনারে ভাসতে দেখে। এ বিষয়ে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার এসআই আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি অবৈধ গর্ভপাতের ফসল। ৩-৪ দিন আগে রাতের আধারে গোপনে গর্ভপাত ঘটিয়ে ওই নবজাতককে পানিতে ছুড়ে ফেলা হয় বলে অনুমান করা হচ্ছে। মাথার খুলি দেখে চিকিৎসকের অনুমান ৬-৭ মাসের গর্ভজাত সন্তান এটি। নবজাতকের পুরোদেহ মাছে খেয়ে ফেলায় এটি ছেলে না মেয়ে তা কেউই নিশ্চিত করে বলতে পারেনি।