স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওই জঙ্গি নেত্রীর স্থান বাংলাদেশে হবে না। তিনি বলেন, খালেদা জিয়া আন্দোলনের নামে সাধারণ মানুষকে হত্যা করছেন। তিনি মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলছেন। কোনোভাবেই এসব বরদাশত করা হবে না। নিজের কর্মকাণ্ডের শাস্তি তাকে পেতেই হবে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ এখন অনেক সজাগ। প্রতিটি এলাকায় মানুষের ওপর হামলা হচ্ছে। পরাজিত ইয়াহিয়ার চামচারা এ হামলা করছে। এরা কারা আপনারা জানেন। গতকাল শনিবার বিকেলে ঐতিহাসিক ৭ মার্চের জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা সোয়া ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসভা শুরু হয়।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিএনপি নেত্রী নিজেকে অন্তরীন করে রেখেছেন। উনি বাড়ি ছেড়ে কার্যালয়ে গিয়ে উঠেছেন। ওখানে বসে উনি কোন আন্দোলন করছেন তা জানি না। খালেদা জিয়া নিজের নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দেন। কিন্তু নিরাপত্তার জন্য পুলিশ পাঠালে সরকারকে দোষ দিয়ে বলেন যে সরকার তাকে অবরুদ্ধ করে রেখেছে। দুর্নীতির মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রসঙ্গে তিনি বলেন, তিনি (খালেদা) যদি সৎ থাকেন তাহলে আদালতে যেতে তার এতো ভয় কেন। খালেদা জিয়া ভণিতা শুরু করেছেন উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আমাদের দেশে এক শ্রেণির মানুষ আছে, বিএনপি মানুষ মারলেও যারা চোখে দেখেন না। উনারা শিক্ষিত মানুষ, ইউনিভার্সিটির শিক্ষক, তারপরও চোখে দেখেন না। কেউ চোখ থাকতে অন্ধের ভাব ধরলে দেখাবে কে? এ ভণিতা এখন বিএনপি নেত্রীও শুরু করেছেন। প্রধানমন্ত্রী দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, বিএনপি নেত্রীর হরতাল-অবরোধ দেশের জনগণ প্রত্যাখান করেছে। তিনি হরতাল ডাকেন তবে তা জনগণ মানেন না। এ সময় সমাবেশ আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজুলল করিম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।