চুল ব্যবসায়ী আনসারের মোটরসাইকেল ছিনতাই

দামুড়হুদার কার্পাসডাঙ্গা-কুতুবপুর সড়কে ছিনতাইকারদের তাণ্ড

 

দর্শনা অফিস/ভ্রাম্যমা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা-কুতুবপুর সড়কে সন্ধ্যারাতে তাণ্ডব চালিয়েছে ছিনতাইকারীরা। চুলব্যবসায়ীর গতিরোধ করে অস্ত্রের মুখে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর মাঝপাড়ার সদর আলীর ছেলে চুলব্যবসায়ী আনসার আলী কুষ্টিয়া থেকে বাড়ি ফিরছিলেন। আনসার আলী কার্পাসডাঙ্গা-কুতুবপুর সড়কের সাগুয়ান বাগান নামক স্থানে পৌঁছুলে ৪-৫ জনের সশস্ত্র ছিনতাইকারীচক্র তার গতিরোধ করে। অস্ত্রের মুখে আনসারের কাছ থেকে ছিনিয়ে নেয় একটি মোটরসাইকেল। খবর পেয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গেলেও কোনো সুফল হয়নি। পুলিশ বলেছে, ছিনতাইকারীদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a comment