গাংনী প্রতিনিধি: আলমগীর হোসেন (১৫) নামের এক কিশোরকে সাড়ে ৮শ গ্রাম গাঁজাসহ আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে পীরতলা পুলিশ ক্যাম্পের একটি টিম এ উপজেলার বালিয়াঘাট গ্রামের সড়ক থেকে তাকে আটক করে। আলমগীর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়পুর গ্রামের ইনার উদ্দীনের ছেলে।
পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই সুবির জানান, বামন্দী-কাজিপুর সড়কের বালিয়াঘাট নামক স্থানে গাড়ি চেকিং করার সময় একটি নসিমনের যাত্রীদের ব্যাগ তল্লাশি চালানোর হয়। এ সময় আলমগীরের কাছ থেকে গাঁজা পাওয়া গেলে তাকে আটক করা হয়। আটককৃত আলমগীর জানায়, ধর্মদহ গ্রামের ফকির মোহাম্মদের ছেলে রাইহান উদ্দিন তাকে একটি পোটলা বামন্দী পৌঁছাতে বলেছিলো। ব্যাগে কি আছে তা সে জানে না বলে জানিয়েছে। আলমগীরের নামে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন।