কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর কৃষি অফিস যেনতেনভাবে কৃষিমেলা আয়োজন করে এখাতে সরকারি বরাদ্দ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা কৃষি অফিস ৬ মার্চ থেকে ৮ মার্চ মুজিবনগর সমন্বিত কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করে। সরকারিভাবে এজন্য এক লাখ টাকা এবং কৃষি মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আরো অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়। এ ধরনের মেলা আয়োজনে কর্তৃপক্ষের অদক্ষতার কারণে মেলার ব্যানার দু’বার করে লেখার পরও ব্যানারে ভুল থেকেই যায়। ২১ হাজার টাকায় ডেকোরেশন ও লাইট ভাড়া করা হয়। অথচ গেট ও স্টলগুলো সুসজ্জিত করা হয়নি। মেলায় শিক্ষামূলক কোনো স্টল ছিলো না। মেলার বিষয়ে তেমন কোনো প্রচারণা না থাকায় উদ্বোধনী অনুষ্ঠানে লোক সমাগম ছিলো না। কৃষি মেলার জন্য তৈরি মঞ্চে মৎস্য অফিস ও মহিলা অধিদপ্তরকে ব্যবহার করতে দেয়ায় মেলার মূল আকর্ষণ বিনষ্ট হয়। উপজেলা কৃষি অফিস কর্তৃপক্ষের অবহেলার কারণে ইউনিয়ন পর্যায়ে কৃষকেরা মেলায় না আসায় ৱ্যালিতে তাদের উপস্থিতি ছিলো না। ৱ্যালিতে অংশগ্রহণকারীদের সিংহভাগই ছিলো মৎস্যজীবী। তারা মৎস্যজীবীর পরিচয়পত্র নিতে শুক্রবার উপজেলা মৎস্য অফিসে গিয়েছিলেন। এ সমস্ত মৎস্যজীবীদেরকে নিয়ে কৃষি মেলার ৱ্যালি করা হয়। কৃষির উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা, শস্য নিবিড়তা ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছানোর লক্ষ্যে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের এ কৃষি প্রযুক্তি মেলাতে শিক্ষামূলক কোনো কিছুই ছিলো না, তবে মেলার অর্থ দিয়ে উপজেলা কৃষি কর্তার ব্যক্তি স্বার্থে ক্রেস্ট তৈরিসহ অযথা অর্থ ব্যয়ে তার কোনো কার্পণ্য ছিলো না। সেই সাথে সরকারের অগ্রাধিকারভিত্তিক মুজিবনগর প্রকল্পের এ মেলার অর্থে তৈরি মঞ্চ অন্য প্রতিষ্ঠানকে ব্যবহারের সুযোগ করে দেয়ায় মেলার মূল আকর্ষণ নষ্ট হয়েছে বলে অনেকে মন্তব্য করেন। অভিযোগ উঠেছে, মেলা আয়োজনে সর্বসাকুল্যে ৪০ থেকে ৪৫ হাজার টাকা ব্যয় করে সাংস্কৃতিক অনুষ্ঠান খাতের অর্থসহ সমুদয় টাকা লোপাট করা হয়েছে। বিষয়টি তদন্তের দাবি উঠেছে।