দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলা হেয়ার প্রসেসিং সমবায় সমিতির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। গতকাল শনিবার সকাল ১০টার দিকে দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়কালে পরামর্শ মূলক বক্তব্য দেন এমপি আলী আজগার টগর। এছাড়া বক্তব্য দেন, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, ইয়াছনবী, হবা জোয়াদ্দার, হেয়ার প্রসেসিং কমিটির নেতৃবৃন্দের মধ্যে শহীদ বিশ্বাস, লিয়াকত আলী, মিজানুর রহমান, মিদ্দার আলী, ফকির শেখ, আলী আহম্মেদ, আবু শামা, কাশেদ, মান্নান, ঝন্টু, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, আজিজুর রহমান বাবু, শেখ আসলাম আলী তোতা, ইকবাল হোসেন, মামুন শাহ, ফয়সাল, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ।