দামুড়হুদায় ফেনসিডিলসহ ট্রাক আটক

দামুড়হুদা অফিস: দামুড়হুদায় ২৪০ বোতল ফেনসিডিলসহ ট্রাক আটক করা হয়েছে। গতকাল রাত ২টার দিকে চুয়াডাঙ্গাগামী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ঢ-১১-৪৪৪৮) দামুড়হুদা মাদরাসাপাড়ার কবরস্থানের সামনে থেকে আটক করে দামুড়হুদা থানা পুলিশ। ট্রাকটিকে সিগনাল দিলে ট্রাক ড্রাইভার সিগনাল অমান্য করে সামনে পালালে পুলিশ তাদের ধাওয়া করে। একপর্যায়ে ট্রাক ড্রাইভার দামুড়হুদা ব্র্যাকমোড়ের অদূরে কবরস্থানের সামনে ট্রাক রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাক তল্লাশি করে ড্রাইভারের সিটের নিচ থেকে বস্তায় ভরা অবস্থায় ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং ট্রাকটিকে জব্দ করে থানায় নেয়া হয়। এ ঘটনায় এসআই আফজাল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Leave a comment