দামুড়হুদার নতিপোতা ইউপি নির্বাচনে রবিউল হাসানকে আ.লীগের প্রার্থী ঘোষণা

দর্শনা অফিস: দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন বিভক্তি করা হয়েছে। এ ইউনিয়নকে দু ভাগে ভাগ করার পর এই প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৯ মার্চ। নতিপোতা ও নবগঠিত নাটুদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বেশ সরগরম অবস্থা বিরাজ করছে ভোটার, সমর্থক ও প্রার্থীদের মধ্যে। রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণার হিড়িক পড়েছে। এরই মধ্যে নাটুদাহ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইয়াছনবীর নাম ঘোষণার পর এবার নতিপোতায় রবিউল হাসানের নাম ঘোষণা করা হলো। এ ইউনিয়নে আ.লীগের একাধিক প্রার্থী থাকায় নাম ঘোষণার ক্ষেত্রে চরম বিরম্বনায় পড়তে হয়েছে নেতাকর্মীদের। অবশেষে ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে দলের চেয়ারম্যান প্রার্থী হিসেবে হোগলডাঙ্গা গ্রামের আ.লীগ নেতা রবিউল হাসানকে দলের সমর্থিত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছেন এমপি আলী আজগার টগর। এমপি টগর ও দলের নেতাকর্মীদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে দলের সমর্থিত প্রার্থী রবিউল হাসানকে নির্বাচিত করার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন আ.লীগ নেতা জুলফিকার আলী ভুট্টো ও আবু তালেব। গতকাল শুক্রবার সন্ধ্যায় দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। সভায় দামুড়হুদা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আ.লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আ.লীগ সমর্থিত প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য নেতাকর্মী ও সমর্থকদের আহ্বান জানিয়েছেন এমপি আলী আজগার টগর।